প্রথমে আপনার পার্সোনাল স্টল তৈরি করুন তারপর নতুন অথবা পুরাতন পণ্য বিক্রি শুরু করুন। পরবর্তীতে পার্সোনাল স্টলটিকে বিজনেস স্টলে রূপান্তরিত করতে পারবেন।
প্রিয়স্টলের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ অনুমোদিত সকল পন্যই বিক্রি করতে পারবেন।
পারসোনাল স্টলে শুধুমাত্র নিজের ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র গাড়ি এবং ফ্ল্যাট ইত্যাদি ফ্রিতে পোস্ট করতে পারবেন।
বিজনেস স্টলে নতুন বা ব্যাবসায়িক বিভিন্ন জিনিস পত্র গাড়ি এবং ফ্ল্যাট ইত্যাদি ফ্রিতে পোস্ট করতে পারবেন।